চলে গেলেন ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসাহী মামুন আহমেদ।
সৈয়দ মিনহাজুল ইসলাম (শিমুল):
নিয়তি বড়ই নিষ্ঠুর, তার কাছে আমরা খেলনা মাত্র। রব্বুল আলামিন কোন বিধান অদৃষ্টে লিখে রেখেছেন তা জানা মানুষের সাধ্যের অতীত।
দীর্ঘ ৬ সপ্তাহ করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে অবশেষে হার মানলেন ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসাহী (লংসাইট দেশ বাজার ক্যাশ & ক্যারির পরিচালক) মামুন আহমেদ । শুক্রবার মধ্যেরাতে ম্যানচেস্টার রয়েল ইনফার্মারী হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মামুন আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্র মতে, প্রায় দেড় মাস আগে কভিড -১৯ আক্রান্ত হয়ে তিনি হসপিটালে ভর্তি হন। এরপর দ্রুত তার স্বাস্থ্যের অবনতি হতে থাকলে তাকে আই সি ইউতে
স্থানান্তর করে ভেন্টিলেশনে নেয়া হয়। দেহে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমতে থাকে, পাশাপাশি রক্তে অন্যান্য রোগের সংক্রামন ধরা পরে। ফুসফুস কার্যত অকেজো হয়ে পড়ে। সপ্তাহখানিক আগে ডাক্তাররা এক প্রকার ঘোষণাই করেন যে উনি আর ফিরতে পারবেন না। পরিবারের পক্ষ থেকে বার বার অনুরোধ করার পর হসপিটাল কর্তৃপক্ষ আরো এক সপ্তাহ তাকে ভেন্টিলেশনে রাখে। আজ মধ্যরাতে সেই ব্যবস্থাটুকুও তুলে নিয়ে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
প্রয়াত মামুন আহমেদ দীর্ঘ দুই যুগ ধরে ম্যানচেস্টারের লংসাইটে পরিবার নিয়ে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি রেস্টুরেন্ট, ক্যাশ & ক্যারি, ফুড ইম্পোর্ট সহ নানাবিধ ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার দেশের বাড়ী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়।
পরিবারের পক্ষ থেকে দেশ বিদেশের সকলের কাছে তার আত্মার মাগফিরাতের জন্যে দোয়া চাওয়া হয়েছে।





