উত্তর ম্যানচেস্টারের মনসলে একজন গুলিবিদ্ধ।
রোববার (৪ অক্টোবর) বিকেলে উত্তর ম্যানচেস্টারের মনসল এলাকার পাইনহার্স্ট রোডে অবস্থিত ক্লেয়ারডন পাবের সম্মুখে ৩০ উর্ধ একজন ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তি আশংকামুক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, রোববার বিকেল আনুমানিক ৬টার দিকে তাদের কাছে গুলাগুলির খবর আসে। স্থানীয় পুলিশ তৎক্ষণাৎ আর্মড পুলিশের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় উক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, আহত যুবকের
আঘাত তেমন গুরুতর নয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, চলতি গাড়ি থেকে কতিপয় আততায়ী ক্লেয়ারডন পাবের সম্মুখে অবস্থান নেয়া উক্ত যুবককে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে উক্ত যুবককে হাসপাতালে নিয়ে যায়। এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের রাস্তা সীল করে দিয়েছে। ফরেনসিক অফিসাররা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত আহত যুবক বা আততায়ী কারোই পরিচয় জানা যায়নি। গোয়েন্দারা তদন্ত শুরু করতে মাঠে নেমেছেন।





