উইমস্লো রোড বন্ধ করে রেখেছিলো পুলিশ
বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েক ঘন্টার জন্যে উইদিংটনের কাছে উইমস্লো রোড বন্ধ করে রেখেছিলো পুলিশ।
ট্রান্সপোর্ট ফর গ্রেটার ম্যানচেস্টারের সূত্র মতে, এক অউল্লেখিত পুলিশ ঘটনার পরিপেক্ষিতে ওই সময় বেশ কয়েক ঘন্টার জন্যে রোডটি বন্ধ করে দেয় পুলিশ। এই সময় সকল স্থানীয় যানবাহনকে বিকল্প রোড ব্যবহার করতে বলা হয়।
ঠিক কি ঘটেছিল, সে বিষয়ে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এখনো পর্যন্ত মুখ খুলেনি।





