কোথায় যাচ্ছে আমাদের ভবিষ্যৎ…?

যে ‘দ্বিতীয় স্বাধীনতা’র স্বপ্নে আমরা একদিন রাস্তায় নেমেছিলাম, আজ সেই মুক্তির মিছিল এসে ঠেকেছে এক অনিশ্চিত জলপ্রপাতের কিনারে। যাদের উপর ভরসা করেছিলাম, তারাই এখন সেই পুরনো কোটার ফাঁদে আটকা পড়ে নিজেদের সুবিধা নিতে ব্যস্ত। বারবার প্রমাণিত হয়েছে—আদর্শের মুখোশ পরে মূলত নিজের আখের গোছানোই অনেকের আসল উদ্দেশ্য।
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এখন দেশপ্রেমিক নেতা বা নীতিনির্ধারক কল্পনার মতোই দুর্লভ হয়ে উঠেছে। দুর্ভাগ্যজনকভাবে, দেশ নিয়ে চিন্তা করার চেয়ে ক্ষমতা ধরে রাখার লড়াইটাই যেন বড় হয়ে উঠেছে।
আরও ভয়াবহ ব্যাপার হলো, রাষ্ট্রযন্ত্র ও সামরিক নেতৃত্বের মধ্যে যে অন্তর্কোন্দল আছে, তা আর আড়াল নেই। এটি শুধু অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে না, বরং বাইরের শক্তিগুলোকেও সুযোগ করে দিচ্ছে হস্তক্ষেপের। শক্তিশালী প্রতিবেশী ও বিশ্বশক্তির কূটনৈতিক চক্রান্ত আমাদের চারপাশে জাল বিছিয়ে ফেলছে—যা আমরা অনেকেই এখনো বুঝে উঠতে পারিনি, বা বুঝেও মুখে কুলুপ এঁটেছি।
নির্বাচনের আগে ক্ষমতাধরদের কেউ কেউ নিজেদের ভাঁড়ার ভরে, নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়বেন—এ যেন আগেই লেখা এক চিত্রনাট্য। আর সাধারণ জনগণের ভাগ্যে রয়ে যাবে এক অন্ধকার ভবিষ্যৎ, যেখানে আশার আলো কেবল আকাশে উড়তে থাকা এক অলীক কিরণ।