#সম্পাদকীয়

আকর্ষণীয় বিজ্ঞাপন থেকে সাবধান থাকুন!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্মগুলোতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একটি ভিডিও ছড়িয়ে পড়ছে, যেখানে দাবি করা হচ্ছে যে মাত্র £২০০ সরকারি ট্রেজারিতে বিনিয়োগ করলে এক বছরে £৪০,০০০ ফেরত পাওয়া যাবে। বাস্তবে, এই দাবির কোনো সত্যতা নেই। এটি সম্পূর্ণ ভুয়া এবং একটি সুপরিকল্পিত প্রতারণা।

কীভাবে প্রতারণা করা হচ্ছে?

প্রতারকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সফটওয়্যার, বিশেষ করে ডিপ ফেইক প্রযুক্তি ব্যবহার করে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কণ্ঠস্বর ও মুখাবয়ব বিকৃত করে এমন একটি ভিডিও তৈরি করেছে, যা দেখতে বাস্তবের মতো মনে হয়। সাধারণ জনগণকে আকৃষ্ট করতে তারা এটিকে সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব, ওয়েবসাইটের বিজ্ঞাপন এবং ইমেইল মারফত ছড়িয়ে দিচ্ছে। অনেকেই ভিডিও দেখে বিশ্বাস করে বিনিয়োগ করেছেন এবং প্রতারকদের হাতে নিজেদের টাকা তুলে দিয়েছেন।

কেন এটি সম্পূর্ণ ভুয়া?

1.সরকারের পক্ষ থেকে এমন কোনো বিনিয়োগ পরিকল্পনা চালু নেই – যুক্তরাজ্যের সরকারি ট্রেজারি বা অন্য কোনো সংস্থা এ ধরনের ‘বিনিয়োগের বিপরীতে বিপুল মুনাফা’ দেওয়ার ঘোষণা দেয়নি।

2.অবাস্তব প্রতিশ্রুতি – £২০০ বিনিয়োগে মাত্র এক বছরে £৪০,০০০ লাভ করা বাস্তবে অসম্ভব এবং এটি স্পষ্টতই প্রতারণামূলক।

3.ডিপ ফেইক প্রযুক্তির ব্যবহার – বর্তমান যুগে এআই প্রযুক্তি দিয়ে সহজেই কোনো ব্যক্তির কণ্ঠস্বর ও মুখাবয়ব নকল করে ভিডিও তৈরি করা সম্ভব। প্রতারকরা এই প্রযুক্তি ব্যবহার করেই জনগণকে বিভ্রান্ত করছে।

4.অনলাইনে ফিশিং ও স্ক্যাম কৌশল – অনেক ক্ষেত্রে এই বিজ্ঞাপনের লিংকে ক্লিক করলে ব্যবহারকারীকে একটি ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেয়।

কীভাবে নিরাপদ থাকবেন?

✅ সরকারি ওয়েবসাইট যাচাই করুন – যদি কোনো বিনিয়োগ বা অর্থ ফেরতের প্রস্তাব দেওয়া হয়, তাহলে সেটি সত্য কিনা তা যাচাই করতে সরাসরি সরকারি ওয়েবসাইট পরিদর্শন করুন।

✅ অতি-আকর্ষণীয় অফার সম্পর্কে সন্দেহ করুন – সহজে বিপুল পরিমাণ অর্থলাভের প্রতিশ্রুতি সাধারণত প্রতারণার ইঙ্গিত বহন করে।

✅ ভিডিওর সূত্র যাচাই করুন – কোনো ভিডিও বা খবর বিশ্বাস করার আগে যাচাই করুন এটি সরকারি বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে এসেছে কিনা।

✅ ডিপ ফেইক চেনার চেষ্টা করুন – সন্দেহজনক ভিডিওতে ঠোঁটের নড়াচড়া অস্বাভাবিক, কণ্ঠস্বরের সঙ্গে মুখের অসামঞ্জস্যতা বা শব্দের বিকৃতি দেখা গেলে সেটি ভুয়া হতে পারে।

✅ প্রতারণামূলক বিজ্ঞাপন রিপোর্ট করুন – এ ধরনের কোনো সন্দেহজনক বিজ্ঞাপন দেখলে সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট করুন, যেমন Action Fraud UK বা National Cyber Security Centre (NCSC)।

শেষ কথা

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রতারকদের কৌশলও আরও জটিল হচ্ছে। তাই কোনো লোভনীয় অফার দেখলে তৎক্ষণাৎ বিনিয়োগ বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করে আগে যাচাই-বাছাই করুন। নিজে সতর্ক থাকুন এবং অন্যদেরও সতর্ক করুন, যেন কেউ প্রতারণার শিকার না হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *