৪১৬ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায়।
সৌদি আরবের জেদ্দা থেকে ৪১৬ জন হাজি নিয়ে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছে বিমানের প্রথম ফিরতি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০২ নম্বর ফ্লাইটটি ১৪ জুলাই জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে যাত্রা করে ঢাকার স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান কর্মকর্তারা জানান, হাজিদের জন্য পবিত্র জমজম কূপের পানি আগেই ঢাকার বিমানবন্দরে এনে রাখা হয়েছিল। বিমান, সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে এই পানি পরিবহন করা হয়েছে।
বিমানবন্দরে বিমান বাংলাদেশের পক্ষ থেকে ওই পানি হাজিদের মাঝে বিতরণ করা হয়। ফিরতি ফ্লাইটের হাজিদের সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বিমান ছাড়াও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ও ফ্লাইনাসের ফ্লাইটে আগামী ৪ আগস্ট পর্যন্ত হাজিরা দেশে ফিরবেন।





