হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আবুল মুহিত।
করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার (১৮ আগস্ট) রাত ৯ টার দিকে তিনি তাঁর ঢাকা বনানীর বাসায় পৌছেছেন। এর আগে তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন ছিলেন। গত দুইদিন আগে তাঁর করোনার ফলাফল নেগেটিভ আসে। বুধবার রাতে তাঁর চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি নিয়ে তাকে বিশেষ ব্যবস্থায় নিজ বাসায় পৌঁছানো হয়েছে। তবে তিনি বাড়িতে থাকলেও সার্বক্ষণিক চিকিৎসকদের মনিটরিংয়ের মধ্যে থাকবেন। তিনি করোনা মুক্ত হলেও শারীরিক ভাবে এখনো অনেকটা দুর্বল রয়েছেন। পুরোপুরি সুস্থ হতে হলে আরো সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ এম এ মুহিতের ছোট ভাই বাংলাদেশ পল্লী শিশু ফাউন্ডেশনর চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন ও জামাতা রুপালী ব্যাংকেরব সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির এ তথ্য জানান। তারা আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য দেশ বিদেশ থেকে যারা সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন ও তাঁর জন্য দোয়া করেছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এ এম এ মুহিতের পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।





