#দেশের খবর

হবিগঞ্জে শহীদ মিনার নির্মাণের জন্য জেলা প্রশাসন কর্মকর্তাদের ১ দিনের বেতন প্রদান !

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করার জন্য জেলা প্রশাসনের সকল কর্মকর্তার পক্ষ থেকে ১ দিনের বেতন প্রদান করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শহিদ মিনার নির্মাণ কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়ার কাছে ১ দিনের বেতনের চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের কাজ চলছে। তাই ইতোপূর্বে দেয়া প্রতিশ্রুতির প্রেক্ষিতে জেলা প্রশাসনের ১৪ জন কর্মকর্তার পক্ষ থেকে ১ দিনের বেতন ১৮ হাজার ৫শত টাকা শহীদ মিনার নির্মাণ খরচের জন্য দেয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *