হবিগঞ্জ জেলায় নতুন ২৩ জনসহ কভিড-১৯ আক্রান্ত মোট ১ হাজার ৫৫ জন !
এম হায়দার চৌধুরী, হবিগঞ্জ থেকে :: হবিগঞ্জ জেলায় নতুন আরও ২৩ জনের দেহে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়ছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৫ জন। শনবিার (১৮ জুলাই) রাত ১১টায় হবিগঞ্জের ডেপুটি সভিলি র্সাজন ডাঃ মুখলছেুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৬ জুলাই হবিগঞ্জ জেলা থেকে সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠানো নমুনা পরিক্ষায় আরো ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়ছে। এদের মধ্যে হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জসহ)উপজলোয় ৯ জন, মাধবপুর উপজেলায় ৬ জন, নবীগঞ্জ উপজেলায় ৪ জন, চুনারুঘাট উপজেলায় ২ জন, বাহুবল উপজেলায় ১ জন ও বানিয়াচং উপজেলায় ১ জন রয়েছেন। ডেপুটি সভিলি র্সাজন ডাঃ মুখলছেুর রহমান উজ্জল আরও জানান, জেলায় মোট আক্রান্ত ১০৫৫ জনের মধ্যে আরোগ্য লাভ করেছেন ৪৬৭ জন এবং মৃত্যু বরণ করেছেন ৮ জন।





