#দেশের খবর

সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা এসে পৌঁছেছে।

দেশে পৌঁছেছে চীনের সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা। মঙ্গলবার (১০ আগস্ট) রাত ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে টিকাগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. ফারুক আহমেদসহ বিমানবন্দরে কর্মরত অধিদফতরের কর্মকর্তারা।

স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

এর আগে সকালে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, কোভ্যাক্সের আওতায় চীন থেকে উপহার হিসেবে এই টিকা বাংলাদেশে আসবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *