সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দুদকে বিএনপি।
ক্ষমতাসীন দল ও সরকারের দুর্নীতির তদন্ত দাবি করে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছে বিএনপি। গতকাল দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বিএনপির একটি প্রতিনিধিদল দুদকে এই অভিযোগ জমা দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও প্রতিনিধি দলে ছিলেন। পরে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি নেতারা। এ সময় মোয়াজ্জেম হোসেন আলাল জানান, আমরা সুনির্দিষ্ট দুটি বিষয় নিয়ে এখানে এসেছি। আমরা বলেছি সরকারের উচ্চ পর্যায়ে দুর্নীতি হচ্ছে। তথ্য প্রমাণও জমা দিয়েছি।
যেসব অভিযোগ জমা দেয়া হয়েছে এ বিষয়ে শক্তিশালী তদন্ত করতে অনুরোধ করা হয়েছে। তদন্তে আমরা সহযোগিতা করবো, এমন আশ্বাস দেয়া হয়েছে।
তিনি বলেন, ফরিদপুরের মোহতাশেম বাবরের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে পরবর্তীতে কী হলো, কী কারণে থেমে গেছে বা সেই জায়গায় কী কাজ হচ্ছে এসব নিয়ে মানুষ জানতে আগ্রহী। এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেয়ার জন্য আমরা বলেছি।
এভাবে অভিযোগ নিয়ে আগে বিএনপি দুদকে আসেনি, হঠাৎ কেন এলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের (দুদক) বলেছি, এরপর থেকে আমরা নিয়মিত আসবো, আপনাদের সাহায্য করবো। দায়বদ্ধতা থেকে, আপনাদের যাতে কাজ হয়, সাধারণ মানুষের কাছেও আপনারা যাতে পরিষ্কার থাকেন।
বিএনপির লিখিত অভিযোগে বলা হয়েছে, দেশের ভেতরে ‘সীমাহীন দুর্নীতি’ চলছে অভিযোগ করে ‘দুর্নীতিবাজদের’ বিষয়ে তথ্য-উপাত্তসহ তালিকা প্রকাশ করতে দুদকের কাছে দাবি জানানো হয়েছে। দেশ থেকে গত পাঁচ বছরে লাখ কোটি টাকা পাচার হয়েছে অভিযোগ করে এর সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ পাচার হওয়া অর্থ ফেরত আনতে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তাও প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপি।
এদিকে বিএনপির প্রতিনিধি দলের আসার খবরে দুদকের প্রধান কার্যালয় চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের দুটি ইউনিট দুদক কার্যালয়ে অবস্থান নিতে দেখা গেছে। দুদক সচিব মাহবুব হোসেন বলেন, বিএনপির কয়েকজন এখানে এসেছিলেন। তারা দুটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিল, এখানে যে কেউ অভিযোগ করতে পারে। দুদকের বিধি মোতাবেক সেটা যাচাই-বাছাইয়ের পর ব্যবস্থা নেয়া হবে। মাহবুব হোসেন বলেন, আমরা চাই জনগণ এগিয়ে আসুক। জনগণ এগিয়ে এলে দুর্নীতি দমন করা সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন। বিএনপির অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুটি লিখিত অভিযোগ দিয়ে গেছেন, তাতে কী লেখা আছে তা খুলে দেখিনি।
তথ্যসূত্র : মানবজমিন।





