#দেশের খবর

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নীচ থেকে সাড়ে ১০ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। কাস্টমস সূত্র মতে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটিতে তল্লাশি করেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় তল্লাশিকালে বিমানের পেছন দিকে তিনটি প্যাসেঞ্জার সিটের নিচে কালো টেপে মোড়ানো আটটি প্যাকেটে ১৬০টি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন ১৮ কেজি ৫৬০ গ্রাম। দাম প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা। তবে বাহককে পাওয়া যায়নি।অবৈধভাবে স্বর্ণের বার আনার সঙ্গে সংঘবদ্ধ চক্র জড়িত থাকার সন্দেহ করছেন কাস্টমস কর্মকর্তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *