#দেশের খবর

লকডাউন দেখতে এসে দণ্ডলাভ !

কঠোর বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে শত শত মানুষকে জেল জরিমানা ও আটক করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। বিধি নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার কারণে এসব দণ্ড দেওয়া হয়। এরমধ্যে রাজধানী ঢাকা যাদের শাস্তি দেওয়া হয়েছে তাদের অধিকাংশই জানিয়েছেন, তারা লকডাউন কেমন চলছে দেখার জন্য বাইরে বের হয়েছিলেন।

পুলিশ বলছে, বিধিনিষেধ ভঙ্গ করায় রাজধানীতে ৪শ’র বেশি আটক হয়েছে। এরমধ্যে তেজগাঁও বিভাগের ১৬৭ জন, মিরপুরে ১০১ জন। এরা কেউ লকডাউন দেখতে বের হয়েছিল। কেউ বের হয়েছিল অপ্রয়োজনে। সন্তোষজনক জবাব দিতে পারায় ভ্রাম্যমান আদালত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। একই কারণে কয়েক শ’ গাড়িকে অর্থদণ্ড দেওয়া হয় শত শত যানবাহনকে। মামলা দেওয়া হয় অনেক যানবাহনকে।

গতকাল সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহআলী, পল্লবী, মিরপুর, কাফরুলসহ নির্ধারিত এলাকায় পুলিশ শতাধিক যানবাহনকে মামলা দেয়। মিরপুরে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলে পুলিশের অভিযান।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া সরকারি বিধি নিষেধ পরিপালনে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি কাজ করছে এলিট ফোর্স র‍্যাব।

সরকার ঘোষিত সাতদিনের কঠোর এই লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে সড়কে ছিল না অন্যান্য দিনের মতো অফিসমুখী মানুষের চাপ, যানবাহনের ছুটে চলা ছিল বন্ধ। বন্ধ ছিল অধিকাংশ দোকানপাট। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন জানান, মিরপুরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয় একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করেন।

জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের। এই কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় শতাধিক জনকে আটক করা হয়েছে মিরপুরের বিভিন্ন স্থান থেকে। পাশাপাশি দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে শতাধিক যানবাহনকে মামলার আওতায় আনা হয়েছে।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউন চলাকারে মাঠে থাকবে সজাগ উপস্থিতিসহ মিরপুরে নিয়মিত টহল চেকপোস্ট পরিচালনা করবে পুলিশ।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। যা আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময়ে মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *