ভাসানচরে নেয়া হচ্ছে আরো ৭০৫ রোহিঙ্গা।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নবম দফায় আরো ৭০৫ জন রোহিঙ্গা নারী-পুরুষকে নোয়াখালীর ভাসানচরে নেয়া হচ্ছে। আজ বুধবার দুপুরে রোহিঙ্গাদের এ যাত্রা শুরু হয়।
জানা গেছে, ব্যাপক পুলিশি নিরাপত্তার মাধ্যমে দুই পর্বে রোহিঙ্গাদের বহন করা ২৪ টি বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা করে। সঙ্গে রয়েছে অ্যাম্বুলেন্স, অতিরিক্ত বাসসহ কিছু যানবাহন। এর আগে তালিকাভূক্ত রোহিঙ্গাদের আজ সকালে গাড়িতে করে প্রথমে উখিয়া কলেজ মাঠে নিয়ে আসা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে এসব রোহিঙ্গাদের নৌবাহিনীর জাহাজে করে ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হবে।
জাতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে রোহিঙ্গা স্থানান্তর কার্যক্রম পরিচালনা করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় ও বিভিন্ন উন্নয়ন সংস্থা। আরআরআরসি কার্যালয়ের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছু-দ্দৌজা এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে পর্যায়ক্রমে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ১৮ হাজার ৯৫৭ জন রোহিঙ্গা ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হয়। আরআরআরসি কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালীর ভাসানচরে এক লাখ রোহিঙ্গার ধারণ ক্ষমতার আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করে সরকার। যেখানে ১৩ হাজার একর আয়তনের ১২০টি অবকাঠামো তৈরি করা হয়।





