#দেশের খবর

সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তাকে বর্বরোচিত প্রহার।

রবিবার রাতে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ও তার দুই সহকারী কর্তৃক বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফের ও তার স্ত্রীর উপর বর্বরোচিত হামলা হয়েছে।

ঘটনা সূত্র সম্পর্কে লেফটেন্যান্ট ওয়াসিফ বলেন, ঘটনার সময় তিনি ও তার স্ত্রী বই কিনে আসছিলেন, সে সময় কলাবাগান বাস স্ট্যান্ডের কাছে এম পি হাজি সেলিমের সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়ী তাকে ধাক্কা দিলে তিনি তার প্রতিবাদ করলে , হাজি সেলিমের ছেলে ও তার দুই সহযোগী তার উপর বর্বরোচিত হামলা চালায়। বেধড়ক পিটুনিতে তার দুইটি দাঁত পড়ে যায়। সে সময় তার স্ত্রী তাকে বাঁচাতে আসলে তারা তার স্ত্রীর কে ও মারধর করে।

তিনি আরো বলেন, তারা তাকে টেনে হিচড়ে রাস্তা থেকে নিয়ে যায়। সে সময় তিনি নিজেকে সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তা পরিচয় দিলেও তারা তাকে ছাড়ে নি। তিনি আরো বলেন, তিনি আত্মরক্ষা মূলক প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ায় নিজেকে, বাঁচাতে পেরেছেন অন্যথায় আজকে তিনি মারা যেতে পারতেন। তাৎক্ষণিক এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা কেউ গ্রেফতার হয় নি। এ ঘটনার পর পর হাজি সেলিমের ছেলে ও তার সহযোগী ঘটনাস্থল থেকে শটকে পড়ে।

ভিডিও লিংক https://m.facebook.com/story.php?story_fbid=795605937649363&id=100015998915894

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *