#দেশের খবর #সিলেট বিভাগ

বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য দৃষ্টান্ত স্থাপন।

দেওয়ান মোহম্মদ তাছওয়ার রাজা চৌধুরী কে  অসুস্থ অবস্থায় গতকাল কর্নেল র‍্যাংকে প্রমোশন দেয়া হয়েছে যা বাংলাদেশ তথা সারাবিশ্বের মধ্যে এক বিরল দৃষ্টান্ত।  দেওয়ান তাসওয়ার রাজা চৌধুরী সুনামগঞ্জের বিখ্যাত জমিদার ও সাধক     “হাসন রাজা”র প্রপৌত্র।

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট তাছওয়ার আক্ষরিক ভাবেও ছিলেন একজন রাজপুত্র। তাঁর চলা ফেরা, আচার ব্যবহার, পোষাক-পরিচ্ছেদ, দান-খয়রাতেও বিদ্যমান ছিলো সত্যিকারের আভিজাত্যের প্রতীক।

তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ মিলিটারী একাডেমীতে যোগদান করেন তিনি। উল্লেখ্য, তিনি ব্লুবার্ড স্কুল এন্ড কলেজেরও প্রাক্তন ছাত্র।

সেনাবাহিনীর অমূল্য সম্পদ এই অসাধারন মেধাবী অফিসার প্রায় ১২ বছর আগে লেফটেন্যান্ট কর্নেল পদে থাকাবস্থায় মস্তিস্ক রক্তক্ষরনে অচল হয়ে পড়েন। যদিও তিনি মৃত নন কিন্তু কার্যত তাঁর মস্তিস্কসহ শরীরের সব কটি অঙ্গ অচল।

সেই থেকে সেনাবাহিনী এই মানুষটিকে অতি আদর যত্নে সিএমএইচে চিকিৎসা ও সেবা করে আসছে।

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *