#দেশের খবর

বকেয়ার দাবিতে মহসেন জুট মিল শ্রমিকদের অনশন।

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের ছাঁটাইকৃত শ্রমিকদের গ্রাচ্যুইটি, পিএফসহ যাবতীয় পাওনাদি পরিশোধের দাবিতে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মহসেন জুট মিল গেটের সামনে অনশন কর্মসূচি পালন করে ছাঁটাইকৃত শ্রমিক ও বীর মুক্তিযোদ্ধা শ্রমিকগণ।

মহসেন জুট মিলের বীর মুক্তিযোদ্ধা শ্রমিক ইঞ্জিল কাজীর সভাপতিত্বে, বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, শ্রমিক নেতা আমির মুন্সি, আইন উদ্দিন, আবু তালেব, আলাউদ্দিন, মো. হোসেন, ওবায়দুর রহমান, মো. আবজাল, রবিন বাবু, বাবুল শেখ প্রমুখ। অনশন কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, মহসেন জুট মিলের শ্রমিকদের দাবি আদায় পুরনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি দীর্ঘদিন, কিন্তু মিলমালিক কোন কর্ণপাত করছে না। আজকের ভেতর যদি শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতারা।

এ ব্যাপারে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মো. মিজানুর রহমান ও খুলনা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করা হয় কর্মসূচি থেকে। এছাড়া পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার সকাল ১০টায় পুনরায় অনশন কর্মসূচি পালন করবেন শ্রমিকরা। বেলা ১টায় বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *