#দেশের খবর

পরিবহন সংকটে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ।

গাজীপুরে গাড়ি কম থাকায় এবং ভাড়া বেশি নেওয়ায় কর্মস্থলে যেতে ভোগান্তির শিকার শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার শ্রীপুর পৌর এলাকায় ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করে।

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, বিক্ষোভের সময় মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটারে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। প্রায় এক ঘণ্টা পর ৯টার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে আবার যান চলাচল শুরু হয়।

শ্রমিকদের অভিযোগ, কারখানা খোলা হলেও রাস্তায় গাড়ি কম। আবার ভাড়া কয়েকগুণ বেশি। এতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ওই এলকার ইয়াছমিন স্পিনিং মিলের শ্রমিক আল আমিন বলেন, “গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে কারখানা পর্যন্ত অটোরিকশার ভাড়া ২০ টাকা। আজ ৫০ টাকা দিয়েও আটোরিকশা পাওয়া যাচ্ছে না।

“দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অটোরিকশা না পেয়ে হেঁটে কারখানার উদ্দেশে রওনা হই। কারখানায় গিয়ে দেখি অনেকেরই একই অবস্থা। তাই সকলে এ ভোগান্তি ও ভাড়া কমানোর দাবিতে সমবেত হয়েছি।”

রেহানা আক্তার নামে একজন শ্রমিক জানান, তার বাসা কারখানা থেকে আট কিলোমিটার দূরে। স্বাভাবিক সময়ে লোকাল বাসের ভাড়া ১০ থেকে ১৫ টাকা ছিল। আজ বাস না চলায় ৮০ টাকা দিয়ে অটোরিকশায় করে যেতে হয়েছে তাকে।

দুর্ভোঘ লাঘবে শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।

করোনাভাইরাস মহামারী রুখতে সরকার লকডাউন ঘোষণা করার পর রোববার থেকে লকডাউনের মধ্যেই কলকারখানা খোলার অনুমতি দেয়। সেই থেকে অনুমোদন ছাড়া কিছু গাড়িও রাস্তায় নামছে। কিন্তু গাড়ির সংখ্যা খুব কম হওয়ায় সারা দেশ থেকে শ্রমিকরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় কাজে যোগ দিতে যাওয়ার পথে দুর্ভোগ পোহাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *