#দেশের খবর

নাটোরে ৭ দিনের লকডাউন ঘোষণা।

আগামী ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর এবং সিংড়া পৌরসভায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। নাটোর জেলা প্রশাসনের করোনা সংক্রান্ত জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দিবাগত গভীর রাতে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে লকডাউনে জরুরী পণ্যের সরবরাহ ও বিপণন অব্যাহত থাকবে। এছাড়া জরুরী প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। মাস্ক পরিধান বাধ্যতামূলক, স্বেচ্ছাসেবকরা জরুরী পণ্য সরবরাহ করবেন।

জানা গেছে, সোমবার রাতে হঠাৎই করোনা প্রতিরোধ কমিটির জরুরী বৈঠক বসে। ভার্চুয়াল এই মিটিংয়ে মন্ত্রী, স্থানীয় এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ প্রশাসনের কর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধিসমাজের প্রতিনিধিসহ অনেকেই যুক্ত ছিলেন।

পরে বৈঠকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়। সোমবার নাটোরে একদিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। এদিন শনাক্ত হয়েছে শতকরা ৬৭.৩০ ভাগ। পরে রাতে হঠাৎই বসে করোনা প্রতিরোধ কমিটির জরুরী বৈঠক।

এদিকে, সোমবার সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা ৬৭ দশমিক ৩০ শতাংশ। এর আগে, রবিবার এই হার ছিল ৫১ শতাংশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *