ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নটর ডেম কলেজের শিক্ষার্থীর।
গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ হারান নটর ডেম কলেজের ১৭ বছরের শিক্ষার্থী নাঈম হাসান । নটর ডেম কলেজে তিনি উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কামরাঙ্গীরচর ঝাউলাহাটিতে নিজ বাড়িতে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে নাঈম ছিলেন ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কয়েকজন পথচারী এবং নটর ডেম কলেজের শিক্ষার্থীরা নাঈমকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর নাঈমকে যারা হাসপাতালে নিয়ে যান, তাদের একজন আব্দুল্লাহ আল মামুন বলেন, হল মার্কেট মোড়ে বায়তুল মোকাররমগামী সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক মোড় ঘুরেই নাঈমকে চাপা দেয়।
নাঈমের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বাবা শাহ আলম। কাঁদতে কাঁদতে বলেন, “আমার থাইকা বিদায় নিয়া আইলো কলেজে যাইব, দুনিয়া থাইকাই চইলা গেল, সোনার টুকরা পোলা আমার।” শাহ আলম নীলক্ষেতে বইয়ের ব্যবসা করেন। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাজিরখিল গ্রামে।
পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, “রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন নাঈম।” এ ঘটনায় সিটি করপোরেশনের ওই গাড়ি চালককে আটক করে গাড়িটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
নাঈম হাসান নিহত হওয়ার পর সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে ওই কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ১৭ বছরের এই তরুণ। নাঈমের মৃত্যুর খবর কলেজে পৌঁছলে শতাধিক শিক্ষার্থী গুলিস্তান এসে সড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা দায়ী চালকের শাস্তির দাবি তোলেন।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবুল হাসান বলেন, “শিক্ষার্থীদের বোঝানো হয়েছে।”তাদের বক্তব্য শোনা হয়েছে।
পরে শিক্ষকরা এসে ক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে যান।
বিকাল ৫টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যেতে শুরু করলে গুলিস্তানে প্রায় পাঁচ ঘণ্টা পর আবার যানবাহন চলাচল শুরু হয়।
এদিকে, ডিএসসিসির গণসংযোগ বিভাগ জানিয়েছে, নাঈমের মৃত্যুর ঘটনাকে অনাকাংখিত উল্লেখ করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈমকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, মহা ব্যবস্থাপক (পরিবহন) বিপুল চন্দ্র বিশ্বাস ও তত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আনিছুর রহমান পবন।
রাতে ডিএসসিসি মেয়র শেখ তাপস কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত নাঈমের জানাজায় অংশ নেন। তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন মেয়র।





