#দেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী বহিষ্কার।

পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নয় শিক্ষার্থীকে ভিন্ন ভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

এদের মধ্যে আট জনকে এক সেমিস্টার (৬ মাস) এবং এক জনকে দুই সেমিস্টার (১ বছর) বহিষ্কার করা হয়েছে। এছাড়া তিন জনের কোর্স বাতিল ও একজনের খাতা পুর্নমূল্যায়নের আদেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর শৃঙ্খলা কমিটির ৬০তম সভার সিদ্ধান্ত মোতাবেক আজকের সিন্ডিকেট সভায় এটি অনুমোদন করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অ্যাকাউন্টিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আফসানা আক্তার, একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম, ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. রাফসান শরিফ, মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম, একই বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের হুমায়ুন রশিদ, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাসফিয়া তাসনিম, ২০২০-২১ শিক্ষাবর্ষের সানজানা ইসলাম হাফসা, নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জোবায়ের ইসলাম তাকিদ। এদের সবাইকে ১ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। এছাড়া হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স ১ম বর্ষের সাইয়েদা মনোয়ারা খাতুন ২ সেমিস্টার বহিষ্কার হয়েছেন।

এছাড়াও মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের তামান্না ইসলাম তন্বী এবং একই বিভাগ ও সেশনের সানজানা হাই সারা এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের ফাহিম হাসান আকিবের কোর্স বাতিল করা হয়েছে। আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুশরাত জাহান উর্মির খাতা তৃতীয় পরীক্ষক কর্তৃক পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *