#দেশের খবর

চা-শ্রমিকদের আন্দোলন অব্যাহত।

দৈনিক মজুরি ১৪৫ টাকা প্রত্যাখ্যান করে নূন্যতম ৩০০ টাকা করার দাবিতে আবারো আন্দোলনে নেমেছে সিলেটের চা-শ্রমিকরা। আন্দোলনের এক পর্যায়ে তারা সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেন।

রোববার সকাল ১১টা থেকে ফের আন্দোলন শুরু করা সিলেট ভ্যালির চা-শ্রমিকরা দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন। এ সময় সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

পরে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর আশ্বাসে ২৪ ঘণ্টার জন্য সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করে লাক্কাতুরা চা বাগানের দুর্গা মণ্ডপের সামনে গিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।

এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে সোমবার থেকে ফের সড়ক অবরোধ করবেন বলে জানান তারা। এছাড়া পূর্ণদিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্তে অটল রয়েছেন শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন চা-শ্রমিকের সন্তান ও আন্দোলনকারীদের একজন দেবাশীষ গোয়ালা। তিনি বলেন, চা-বাগান মালিকরা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছেন। ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করে আমাদের দয়া দেখাচ্ছেন তারা। কিন্তু আমরা কারো দয়া চাই না। আমরা আমাদের ন্যায্য দাবি চাই। বর্তমান যুগে কোথাও এই মজুরি নেই।

আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, যেখানে শ্রমিকের অধিকার বাস্তবায়ন হয়নি, সেখানে প্রত্যাহার নয় প্রত্যাখ্যান হওয়া জরুরি। তাই আমরা আমাদের দাবিতে অনড় অবস্থায় আবারো মাঠে নেমেছি।

মালনীছড়া চা-বাগানের শ্রমিক বিথি বাউরি বলেন, মালিকপক্ষে দালালদের কথায় আমরা আন্দোলন বন্ধ করব না। আমরা যখন রাজপথে নেমেছি দাবি আদায় করেই ছাড়ব। ৩০০ টাকা মজুরির দাবি আদায় ছাড়া রাজপথ ছাড়ব না। নেতাদের কোনো প্রহসনের সমঝোতায় আমরা পিছু হটব না।

তিনি বলেন, আমাদের শ্রমে মালিকরা কোটি কোটি টাকা কামায়। অথচ আমাদের মাত্র ৩০০ টাকা দিতে তাদের এত টালবাহানা কেন?

তবে শ্রমিকদের আন্দোলনে বহিরাগতরা ঢুকে পড়ছে অভিযোগ করে চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, আমরাও শ্রমিকদের দাবির সাথে একমত। তাদের স্বার্থেই আমরা সিদ্ধান্ত পরিবর্তন করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছি। কিন্তু অনেক জায়গায় দেখতে পাচ্ছি শ্রমিকদের আন্দোলনে বহিরাগতরা ঢুকে পরেছে। তারা শ্রমিকদের ইন্ধন দিচ্ছে। এতে অপ্রীতিকর ঘটনা ঘটারও শঙ্কা রয়েছে।

তথ্যসূত্র : সংগ্রাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *