#দেশের খবর

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলীতে সিটি কাউন্সিলর নিহত !

কুমিল্লায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও হরিপদসহ ২ জন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তার নগরীর পাথুরিয়াপাড়া এলাকার কাউন্সিলরের কার্যালয়ে ঢুকে বৃষ্টির মতো গুলীবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ সময় কাউন্সিলরসহ ৯ জন গুলীবিদ্ধ হয়েছেন। কাউন্সিলর সোহেল ও হরিপদকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলীবিদ্ধ হয়েছেন ওই এলাকার আওলাদ হোসেন রিজু (২৩), জুয়েল (৪০), রাসেল (২৮)সহ ৭ জন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর গুলীর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন মুখোশধারী কাউন্সিলরের অফিসে প্রবেশ করে। এসময় কাউন্সিলর সোহেল স্থানীয় কয়েকজনের সাথে কথা বলছিলেন। অফিসে প্রবেশ করে মুখোশধারীরা এলোপাতাড়ি গুলী করতে থাকে। গুলীবিদ্ধ সোহেল নিজের চেয়ার থেকে ফ্লোরে পড়ে যান। গুলীর শব্দ শুনে স্থানীয়রা এসে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, কাউন্সিলর সোহেলের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক ব্যবসায়ী শাহ আলমের বিরোধ চলছিল। মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *