ইউরোপসহ ১২টি দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা !
বাংলাদেশে কোরোনা ভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়িয়ে যাওয়ায়। সংক্রামন হার অসম্ভব দ্রুত পরিমানে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকার সীমিত সময়ের জন্যে ইউরোপ সহ ১২ টি অন্যান্য দেশের নাগরিকদের বাংলাদেশ আগমনে ১৪ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে।
বৃহস্পতিবার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপের সবগুলো দেশসহ অন্য আরও ১২টি দেশের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
দেশগুলো মধ্যে রয়েছে; আর্জেটিনা, ব্রাজিল, বাহরাইন, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।
আগামী ৩ এপ্রিল শনিবার থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ নিষিধাজ্ঞা কার্যকর থাকবে।





