#দেশের খবর

অপহরণকারীর কবল থেকে কৌশলে পালিয়েছে মাধবপুরের আকিব !

অপহরণকারীর কবল থেকে কৌশলে পালিয়েছে মাধবপুরের আকিব
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দরগাগেইট এলাকা থেকে চৌধুরী খালেদুর রহমান আকিব নামে এক দশম শ্রেণীর ছাত্রকে বুধবার রাতে অপহরণ করে নিয়ে যায় একদল অপহরণকারী। পরদিন আকিবের মাধ্যমে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ঘটনার ১৮ ঘন্টা পর ঢাকা মহাখালী এলাকায় অপহরণকারীদের কবল থেকে কৌশলে পালিয়েছে আকিব। সে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের প্রবাসী চৌধুরী খলিলুর রহমানের ছেলে। আকিব হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।
আকিবের চাচা চৌধুরী হেফজুর রহমান বিষয়টি নিয়ে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তিনি জানান, আকিবের বাবা বিদেশ থেকে আমার কাছে কিছু টাকা পাঠিয়েছিল। আমি তাকে খবর দিয়ে পাঁচ হাজার টাকা দিয়েছি। সে ওই টাকা নিয়ে বাড়িতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। সেখানে রাতভর অন্ধকার একটি কক্ষে তাকে বন্দি করে রাখে। বৃহস্পতিবার সকালে তাকে নিয়ে অন্য কোথাও যাওয়ার উদ্যেশ্যে বের হলে সেখান থেকে কৌশলে আকিব পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে বাড়িতে যোগাযোগ। বাড়ির লোকজন ও মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাদের পরামর্শে একটি বাসে উঠে আকিব বিমান বন্দরে যায়। সেখানে এক পুলিশের সহযোগিতায় পুলিশ বক্সে আশ্রয় নেয় আকিব। পরে পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এ ব্যাপারে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাদ জানান, আকিবের পরিবারের লোকজন ঢাকা থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *