সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আজ মঙ্গলবার প্রথম মৃত্যুবার্ষিকী । গত বছরের এই দিনে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্রপতি হন । ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন। ১৯৯১ সালে জেলে থাকা অবস্থায় এরশাদ রংপুরের পাঁচটি আসনে বিজয়ী হন। ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনেও এরশাদ সংসদে পাঁচটি আসনে বিজয়ী হন। ২০০৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে মহাজোট গঠন করেন। তিনি চলতি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার দাযিত্ব পালন করেন।





