৮ই এপ্রিল যুক্তরাজ্য প্রবাসীদের জন্যে বিমানের বিশেষ ফ্লাইট !
গতকাল যুক্তরাজ্য সরকার বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া, ফিলিপাইন কে রেড জোন এ অন্তর্ভুক্ত করে যুক্তরাজ্যে প্রবেশে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। আকস্মিক এই ঘোষণায় হত বিহবল হয়ে পড়েছেন বাংলাদেশে থাকা প্রবাসীরা। এদিকে গতকাল সিলেট বিমান অফিস জানিয়ে দিয়েছে ১১ই এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট সম্পূর্ণ বুক। এদিকে টার্কিশ এয়ারলাইন্স ছাড়া আর কোনো কোম্পানী যুক্তরাজ্য আসছে না।
এ অবস্থায় সিলেটের স্থানীয় ট্রাভেল এজেন্ট, ব্রিটেনের ট্রাভেল এজেন্ট ও বিমানের বিশেষ সূত্র মতে জানা গিয়েছে, ৮ই এপ্রিল বিমানের বিশেষ ফ্লাইট দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরেকটি সূত্র মতে, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজে উদ্যোগী হয়ে বিষয়টি তিনি দেখভাল করছেন। যেকোনো মূল্যে বিশেষ ফ্লাইটের মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসীদের ৯ই এপ্রিল ইউ কে সময় সকাল ৪টার আগে ব্রিটেনে পৌঁছে দেওয়ার জন্যে বিমান কর্তৃপক্ষের সাথে কথা যোগাযোগ করে যাচ্ছেন। উল্লেখ্য ৯ই এপ্রিল সকাল ৪টার আগে ইউ কে পৌঁছতে পারলে কোয়ারেন্টাইনের আওতামুক্ত থাকা যাবে। এদিকে বরাবরের মতো এবারও যুক্তরাজ্য প্রবাসীদের জন্যে এগিয়ে আসায় অনেক প্রবাসী পররাষ্ট্র মন্ত্রী কে সাধুবাদ জানিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে ৮ই এপ্রিল বিশেষ ফ্লাইটের সুখবর আসতে পারে।





