#দেশের খবর

হবিগঞ্জ জেলায় নতুন ২১জনসহ মোট ১ হাজার ১৭জনের করোনা শনাক্ত !

হবিগঞ্জ জেলায় নতুন ২১জনসহ মোট ১ হাজার ১৭জনের করোনা শনাক্ত !

এম হায়দার চৌধুরী, হবিগঞ্জ থেকে ::   হবিগঞ্জ জেলায় হাজার অতিক্রম করেলো করোনাভাইরাস রোগী শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবার ( ১৬ জুলাই)জেলায় নতুন করে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৭ জনে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৪ জুলাই হবিগঞ্জ থেকে সিলেট ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে সদর (শায়েস্তাগঞ্জসহ) উপজেলার ১২ জন, নবীগঞ্জ উপজেলার ৪ জন, মাধবপুর উপজেলার ৩ জন এবং বাহুবল উপজেলার ২ জন।

এদিকে, হবিগঞ্জ জেলায় শনাক্ত হওয়া ১ হাজার ১৭ জনের মধ্যে আরোগ্য লাভ করেছেন মোট ৪৪৭ জন এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন মোট ৮ জন।

এম হায়দার চৌধুরী ::
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
মোবাইল নং ০১৭১১৮৫৯৫৮১
তারিখ: ১৭ জুলাই ২০২০ খ্রি:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *