#দেশের খবর

হবিগঞ্জে বাস – পাজেরো সংঘর্ষে ৪ জন নিহত !

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় বাস – পাজেরো    মুখোমুখি সংঘর্ষে জিপআরোহী ৪ জন নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার নোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের তিনজন হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, ঢাকার তালতলা এলাকার সুমন মিয়ার মেয়ে আঁখি আক্তার (২০) ও যশোরের আরিফুল ইসলাম (৩৫)। শেষ খবর পাওয়া পর্যন্ত আরেক জনের পরিচয় জানা যায় নি ।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। গুরুতর আহত আরও তিন জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *