#দেশের খবর #সিলেট বিভাগ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এর শুভ উদ্বোধন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন , আর ও একটি পরিপূর্ণ স্টেডিয়াম ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২’ এর উদ্বোধন হয়েছে।একটি নান্দনিক স্টেডিয়াম হিসেবে বাংলাদেশ ও বিদেশের সংবাদ মাধ্যম গুলিতে ব্যাপক প্রসংশিত হয়েছে সিলেটের নতুন ক্রিকেট স্টেডিয়াম।

এরই ধারাবাহিকতায় পাশে আরেকটি স্টেডিয়ামের প্রয়োজন অনুভূত হলে, সরকারের আন্তরিক ইচ্ছা ও সরকারের উচ্চপদস্থ মন্ত্রী ও কর্তা ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্টায় সিলেটে ২য় গ্রাউন্ড তৈরী করা হয়।গতকাল বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম নাদেল এক ফেসবুক বার্তায় এই উদ্দেগ্যের সাথে সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই নির্মাণ কাজে যারা সহযোগিতা করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন , যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ক্রীড়া মন্ত্রণালয় , ক্রীড়া পরিষদ , সিলেটের বিভাগীয় কমিশনার মহোদয়গণ ,জেলা প্রশাসন ,ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা সিলেটের বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ সকলের সম্মিলিত প্রয়াসে এটি আলোর মুখ দেখেছে সিলেট বাসীর পক্ষ থেকে সকল কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ।সিলেটের জন্য নয় সারাদেশের ক্রিকেট র জন্য এটি একটি মাইলফলক ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *