সাবেক সেনা কর্মকর্তা নিহত: ১৬ পুলিশ সদস্য প্রত্যাহার
পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বাহারছড়া ফাঁড়ির ইনচার্জসহ ১৬ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার ওই পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহারছড়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশি চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহত হন।
এ ঘটনায় যুক্ত থাকায় ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকতসহ ১৬ জনকে আজ প্রত্যাহার করে নেওয়া হয়।
এই ঘটনা তদন্তে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটির অপর দুই সদস্যের মধ্যে একজন কক্সবাজার জেলা পুলিশের এবং একজন সেনাবাহিনীর১০ম পদাতিক বাহিনীর একজন প্রতিনিধি থাকবেন।





