#দেশের খবর

সহিংসতা ছড়ানোর অভিযোগে নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

নোয়াখালীর বেগমগঞ্জে সহিংসতার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ মোট ৮০ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার তিনজন হলেন, কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের আবদুল মালেক পাটোয়ারীর ছেলে মো. ইলিয়াছ (৩৫), একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের আবুল বাসারের ছেলে মো. মিজানুর রহমান (৩০) ও একলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খলিলুর রহমান (৫৫)।

বুধবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার (১৫ অক্টোবর) হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *