#দেশের খবর

সর্বোচ্চ ভ্যাটদাতা ৯ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাটদাতা নয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে। উৎপাদন, ব্যবসা এবং সেবা খাত থেকে তিনটি করে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম ও জাতীয় রাজস্ব বার্ডের চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম।

গত বৃহস্পতিবার এনিবআর সম্মেলন কক্ষে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি একইসঙ্গে ভার্চুয়ালিও অনুষ্ঠিত হয়।

উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড। ব্যবসা খাত থেকে পুরস্কৃত কোম্পানি তিনটি হচ্ছে হ্যামকো কর্পোরেশন লিমিটেড, সিমেন্স বাংলাদেশ লিমিটেড এবং ইউনিমার্ট লিমিটেড। আর সেবা খাতে সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে পুরস্কার পাওয়া তিন কোম্পানি হচ্ছে সামিট কম্যুনিকেশন্স লিমিটেড, কাতার এয়ারওয়েজ গ্রুপ এবং চিটাগাং ওয়্যারহাউজেস লিমিটেড।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম বলেন, ২০১১ সালের আগে দেশে ভ্যাট দিবস পালন করা হয়নি। ওই বছর থেকেই মূলত জাতীয় ভ্যাট দিবস পালন ও প্রচার-প্রাচরনা করা হচ্ছে। অথচ তারও আগে থেকেই যদি এই কর্মকা- বাস্তবায়ন করা হতো, তাহলে অবশ্যই রাজস্ব আহরণ আরও বাড়ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *