#দেশের খবর

সড়ক অবরোধ করে ইসকনের বিক্ষোভ।

রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হিন্দু সাম্প্রদায়িক সংগঠন ইসকনের স্বামীবাগ আশ্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ তুলে তার প্রতিবাদ জানায়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অবরোধে শাহবাগ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় পল্টন, সায়েন্স ল্যাবরেটরি, বাংলা মোটর ও টিএসসিমুখী সড়কে তীব্র যানজট তৈরি হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। দুপুরেও তারা সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে ‘কুরআন অবমাননার’ ঘটনায় সারা দেশে সৃষ্ট ধর্মীয় উত্তেজনার মধ্যেই ইসকনে উদ্যোগে এই বিক্ষোভ দেখানো হচ্ছে।

অবরোধ কর্মসূচি থেকে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় করারও দাবি জানান বিক্ষোভকারীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *