#দেশের খবর

শান্তিরক্ষা মিশনে পুলিশের সনদ লাভ।

ইউনাইটেড ন্যাশনস-আফ্রিকান ইউনিয়ন মিশন ইন দারফুর (ইউএমআইডি) শান্তিরক্ষা মিশনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশ পুলিশের তিন সদস্যকে বিশেষ স্বীকৃতি সনদ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় মিশনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ড. সুলতান আজম তিমুরির অফিসে ব্যানএফপি-এ কর্মরত ওই পুলিশ কর্মকর্তাদের এ সার্টিফিকেট দেওয়া হয়।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, শান্তিরক্ষা মিশনে বিশ্বের যে ৩৬টি দেশের পুলিশ সহযোগী হিসেবে কাজ করে, তাদের মধ্যে ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম ‘অফিসার অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন। উত্তর দারফুরে নানা মানবিক কাজ পরিচালনা ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও ‘সার্টিফিকেট অব অ্যাপ্লিকেশন’ ক্যাটাগরিতে অ্যাডমিন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী ও ‘সার্টিফিকেট অব কমিউনিকেশন’ ক্যাটাগরিতে অপারেশনস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়াকে স্বীকৃতি দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *