#দেশের খবর

‘রেলমন্ত্রীর আত্মীয়’কে জরিমানা করায় টিটিই বরখাস্ত।

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণকারী তিন ট্রেনযাত্রীকে জরিমানা করে সাময়িক বরখাস্ত হয়েছেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম।

টিটিই শফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার ঘটনায় গঠন করা তদন্ত কমিটি তাকে পাকশী বিভাগীয় রেলওয়ে নির্বাহী প্রকৌশলীর দপ্তরে তলব করে আজ শনিবার নোটিশ দিয়েছে। আগামীকাল তিনি হাজির হয়ে ঘটনার বিস্তারিত জানাবেন।

পাকশী বিভাগীয় রেলের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম বাবুকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গত শুক্রবার রাতে গঠন করা হয়।

পশ্চিমাঞ্চল রেলের (রাজশাহী) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার তথ্যটি নিশ্চিত করেছেন।

দুই কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তদন্ত কমিটির প্রধান এটিও সাজেদুল ইসলাম বাবু জানান, আজ শনিবার পাকশী রেল কন্ট্রোলের মাধ্যমে তিনি জেনেছেন, রোববার সকালে পাকশী থেকে সরেজমিন তদন্ত শুরু করা হবে। এ সময়ের মধ্যে কর্তব্যরত টিটিই, গার্ড, বিনা টিকিটধারী তিন ট্রেনযাত্রীসহ সংশ্লিষ্টদের কাছ থেকে বক্তব্য নেওয়া হবে।

যে তিন যাত্রীকে জরিমানা করা হয়েছে তারা হলেন- মো. ওমর, মো. হাসান এবং মো. প্রান্ত। তারা যথাক্রমে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের স্ত্রী শাম্মি আক্তার মনির মামাতো ভাই ও ভাগ্নে। তাদের বাড়ি ঈশ্বরদী শহরের নূরমহল এলাকায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *