রাখে আল্লাহ, মারে কে !

আজ ঢাকায় বুড়িগঙ্গা নদীতে এক মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুর পর উদ্ধারকৃত দুর্ঘটনায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চ থেকে এক জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দীর্ঘ ১২ ঘন্টা পর এ রকম জীবিত উদ্ধার হওয়া শুধু অবিশ্বাস্যই নয় অলৌকিক ও বটে। সিসি টিভি ফুটেজে দেখা যায় একটি বড় লঞ্চ পিছন দিক থেকে থেকে এসে অর্ধশতাধিক যাত্রীবাহী ছোটো একটা লঞ্চ কে ধাক্কা দিলে ১ মিনিটের কম সময়ের মধ্যে ছোটো লঞ্চটি ডুবে যায়।
বেঁচে যাওয়া যাত্রী সম্পর্কে বৈজ্ঞানিক বিশ্লেষণ দিতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, লঞ্চটি দ্রুত উল্টে ডুবে যাওয়ায় এর ভিতর একটা জায়গায় একটা এয়ার পকেট সৃষ্টি হয়। বেঁচে যাওয়া লোকটি সম্ভবত ওই এয়ার পকেটের কাছে বা ভিতরে থাকায় সৌভাগ্যক্রমে ও সম্পূর্ণ অলৌকিক ভাবে বেঁচে যান।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন ও তার জ্ঞান ফিরেছে।