#দেশের খবর

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত।

সরকার কর্তৃক ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইলিশ মাছ রক্ষা কার্যক্রমকে আরও বেগবান ও টেকসই করার লক্ষ্যে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর ) থেকে ০৪ নভেম্বর (সর্বমোট ২২ দিন) পর্যন্ত দেশের প্রজনন এলাকায় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

এসময় আইনানুযায়ী সারাদেশে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং কেনা বেচা নিষিদ্ধ থাকবে।

উক্ত “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০” পরিচালনায় কোস্ট গার্ড তৎপর ভূমিকা পালন করছে। বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকায় জনসচেতনতা তৈরি করতে ইতোমধ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারনা চালানো হয়েছে।

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০” সফল করার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক একক ও যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করা হবে। এসময় বাংলাদেশ কোস্ট গার্ড এর ০৫ টি ঘাঁটি, ২৩ টি ছোট-বড় জাহাজ এবং ৫৮ টি স্থায়ী ও ০৪ টি অস্থায়ী কন্টিনজেন্ট এর সদস্যগণ শতাধিক কোস্ট গার্ড বোট ও সিভিল বোটের মাধ্যমে দেশের বিভিন্ন নদীতে সর্বদা টহলে নিয়োজিত থাকবে। অদ্য (১৪ অক্টোবর ২০২০) বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০” এর প্রথম দিনে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার, কামান্ডার এ টি এম রেজাউল হাসান, (সি), বিসিজিএম, পিসিজিএমএস, বিএন, মৎস্য অধিদফতরের ঢাকা বিভাগের উপ-পরিচালক, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা এবং কোস্ট গার্ডের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে ঢাকার সোয়ারী ঘাট এলাকায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও টহল প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার, কমান্ডার এ টি এম রেজাউল হাসান বলেন, ‘‘১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরন নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে কোস্টগার্ডের পক্ষ থেকে জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম পরিচালনা চালানো হবে। এছাড়া মাছের আড়তগুলোতেও সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে।’’

মৎস্য অধিদফতরের ঢাকা বিভাগের উপ-পরিচালক সৈয়দ মোঃ আলমগীর বলেন, ‘‘১৪ অক্টোবর থেকে ৪ নবেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা, কেনা-বেঁচা, পরিবহন বন্ধ থাকবে। এ সময়ে কারো কাছে একটি ইলিশ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ আইন অমান্যকারীকে ১-২ বছরের জেল অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডিত করা হবে।’’

বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন, জননিরাপত্তার পাশাপাশি, অবৈধ জাল দিয়ে মাছ আহরণ, জাটকা নিধন ও মা-ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *