#দেশের খবর

মাধবপুরে নিয়োগপত্র জালিয়াতি চক্রের মূলহোতা আটক

এম হায়দার চৌধুরী, হবিগঞ্জ :: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে সরকারি নিয়োগপত্র জালিয়াতি চক্রের মূলহোতা দেলোয়ার হোসেন খোকনকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ও এনএসআই। শুক্রবার (১৭ জুলাই)রাতে এনএসআই ও জেলা ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকস দলের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বানেশ্বরপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবুল হোসেনের পুত্র দেলোয়ার হোসেন খোকনকে (৪২)তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
জানাযায়, আটকের সময় তার কাছে থাকা নগদ ৫ হাজার টাকা ও অবৈধ নিয়োগ সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভূয়া সিল উদ্ধার করা হয়। এনএসআই হবিগঞ্জ ইউনিটের উপ-পরিচালক মোঃ আজমল হোসেন জানান, বেশ কিছুদিন যাবত এনএসআই নিয়োগপত্র জালিয়াতি চক্রের মূল হোতা খোকনের উপর নজরদারি চলছিল। অবশেষে এনএসআই ও ডিবি’র একটি একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অবৈধ কাগজপত্রসহ হাতে-নাতে আটক করে। এসময় তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও অবৈধ নিয়োগপত্র সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভূয়া সিল উদ্ধার করা হয়।
এনএসআই’র ওই কর্মকর্তা আরো জানান, আটক ব্যক্তি তাদের কাছে প্রাথমিক ভাবে স্বীকার করেছে যে, সে এ পর্যন্ত ২০ জনকে ভূয়া নিয়োগপত্র দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ডিবি পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *