#দেশের খবর

ব্রুনাইয়ের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক সই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ সরাসরি বিমান চলাচলে চুক্তি, জনশক্তি নিয়োগ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অন্যান্য জ্বালানি পণ্য সরবরাহ এবং দুই দেশের নাবিকদের সনদ স্বীকৃতি নিয়ে ব্রুনাইয়ের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। শুরুতে দুই দেশের দুই শীর্ষ নেতা একান্তে বৈঠক করেন। এর পর দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তাঁরা। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রুনাইয়ের পক্ষে নেতৃত্ব দেন দেশটির সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। বৈঠকের পর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়।

দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল নিয়ে চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ব্রুনাইয়ের পক্ষে সই করেছেন দেশটির ফাইন্যান্স ও ইকোনমি মন্ত্রী আমিন আবদুল্লাহ। এ ছাড়া বাংলাদেশি জনশক্তি নিয়োগ নিয়ে সমঝোতায় সই করেন বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং ব্রুনাইয়ের পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদিন বিন হাজি আবদুল রহমান।

এলএনজি ও অন্যান্য জ্বালানি পণ্য সরবরাহ নিয়ে বাংলাদেশের পক্ষে সই করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনাইয়ের পক্ষে দেশটির ফাইন্যান্স ও ইকোনমি মন্ত্রী আমিন আবদুল্লাহ। আর নাবিকদের সনদ স্বীকৃতি নিয়ে ‘রিকগনিশন অব সার্টিফিকেট ইস্যুড আন্ডার দ্য প্রভিশনস অব দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্ট্যান্ডার্ডস অব ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচ কিপিং ফর সিফেয়ারারস, ১৯৭৮ অ্যাজ অ্যামেন্ডেড’ শীর্ষক সমঝোতায় বাংলাদেশের পক্ষে সই করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং ব্রুনাইয়ের ফাইন্যান্স ও ইকোনমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।

রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুলতানের সফর উপলক্ষে দুই দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় কাজ করতে আগ্রহী ব্রুনাই। এ ছাড়া জাতিসংঘ, ওআইসি, কমনওয়েলথ এবং এআরএফের মতো বহুপক্ষীয় ফোরামগুলোতে অভিন্ন স্বার্থে একে অপরকে সহযোগিতা করবে দুই দেশ। আর রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে সাধুবাদ জানিয়ে এর দীর্ঘমেয়াদি সমাধানে ঢাকার প্রতি ব্রুনাইয়ের সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা দেন সুলতান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *