বাংলাদেশে ইন্টারনেটে ধীর গতি
রবিবার সকাল থেকে ইন্টারনেট ব্যবহারে ধীরগতি পাচ্ছেন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। সাবমেরিন কেবল কাটা পড়ায় এ সমস্যা হচ্ছে বলে জানিয়েছে সাবমেরিন কেবল কম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
বিএসসিসিএল জানিয়েছে, কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় অবস্থিত সিমিউই-৫ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিএসসিসিএল জেনারেল ম্যানেজার মির্জা কামাল আহমেদ বলেছেন, সকালের দিকে আলিপুরে ক্যাবল কাটা পড়েছে। ঘটনাস্থলে প্রকৌশলীরা পৌঁছেছেন। লাইন আপ করতে রাত ৯টা লেগে যেতে পারে।
এখন শুধুমাত্র সিমিউই-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা সচল রাখা হয়েছে। স্যাটেলাইটের সক্ষমতা কম থাকায় পুরোপুরি ব্যাকআপ দেয়া সম্ভব হচ্ছে না।





