#দেশের খবর

বরগুনার সেই অতিরিক্ত পুলিশ সুপারকে বরিশালে বদলি।

বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে সংঘর্ষে জড়ানো ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরিশালের রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান গণমাধ্যকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় সমালোচিত হন মহরম আলী।

মঙ্গলবার দুপুরে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, “অতিরিক্ত পুলিশ সুপারকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যুক্ত করা হয়েছে।”

সোমবার জাতীয় শোক দিবসে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিপেটা করে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সারাদেশে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাছান বলেন, গতকাল শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুটি পক্ষ। ওই সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপস্থিতিতেই তারা পুলিশের গাড়ী ভাঙচুর করে। পরে তার সামনেই ছাত্রলীগ নেতাকর্মীদের পেটায় পুলিশ। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।

পরে রাতে বিষয়টি নিয়ে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য শম্ভু। তিনি বলেন, আমি মার ফেরানোর চেষ্টা করেছি। কিন্তু ওখানে এত পুলিশ আসছে যে সেখানে কমান্ড শোনার মতো কেউ ছিল না। আসলে তাদের (পুলিশের) উদ্দেশ্যই ছিল ছাত্রলীগের ছেলেদের মারবে।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আরও বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের নির্বিচারে লাঠিচার্জের সময় পুলিশ কর্মকর্তা মহররম ছিলেন। তিনি যেসব কমান্ড করেছেন, তার কিছুই পালন হয়নি। আজ তিনি অনেক ভুল করেছেন।

তিনি আরও বলেন, আমার মনে হয়েছে সে আমাদের মূলধারার বাইরের লোক, আমরা চাই তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখুক এবং তাকে বিচারের আওতায় আনুক। এরপরেই পুলিশ কর্মকর্তা মহররমকে বরিশালে বদলি করার কথা জানায় পুলিশ প্রশাসন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *