#দেশের খবর

বরগুনার লোকালয়ে পানি !

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরগুনার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ উপচে লোকালয়ে ঢুকে পড়েছে সাগরের পানি।

মঙ্গলবার রাতে জোয়ারের সময় নিচু ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে হঠাৎ পানি ঢুকে পড়লে দুর্ভোগে পড়ে মানুষ।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কাউসার আলম জানান, এ জেলায় ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় ৫০০ কিলোমিটার অপেক্ষাকৃত নিচু।

“তাছাড়া ২৯ কিলোমিটার বাঁধ যে কোনো সময় ধসে যেতে পারে। বিভিন্ন এলাকায় এসব বেড়িবাঁধ প্লাবিত হয়ে লোকালয়ে পানি ঢুকেছে।”

সদর উপজেলার ঢালভাঙা এলাকায় দেখা গেছে, স্বল্প উচ্চতার বাঁধ উপচে পানি ঢুকেছে শত শত বাড়িতে। কয়েক ফুট উচ্চতার পানি দেখা গেছে সেখানে।

পানির তোড়ে অনেকের হাঁস-মুরগি ও মাছ ভেসে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

বরগুনার ডিসি হাবিবুর রহমান বলেন, “বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করার খবর পেয়েছি। দুর্গত মানুষের জন্য টাকাসহ আমাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ আছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াব।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *