‘পুলিশ ভেরিফিকেশন’ হয়রানির আরেক নাম।
বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ও ক্লিয়ারেন্স বা পুলিশের ছাড়পত্রের সেবাটি দরকার হলেও এই সেবা পাওয়া নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের অন্ত নেই।
অনেকে অভিযোগ করেন, ভেরিফিকেশন বা ছাড়পত্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ঘুষ না দিলে ভেরিফিকেশন তো হয়ই না, উল্টো প্রতিনিয়ত নানা ধরণের হয়রানির শিকার হতে হয়।
বাংলাদেশে দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের খানা জরিপ অনুযায়ী, বাংলাদেশে ৭৪ ভাগের বেশি মানুষ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কাছে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হন।
এরমধ্যে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন করাতে গিয়ে দুর্নীতির শিকার হন ৮৪.৪ শতাংশ মানুষ।





