#দেশের খবর

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট।

ঈদের দ্বিতীয় দিনে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। ১১ জুন সোমবার সকাল থেকে মাওয়া প্রান্তে পদ্মা সেতু সেতুর উত্তর টোল প্লাজায় যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে শ্রীনগর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের পুরোনো ফেরিঘাট এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানবাহনের অপেক্ষামান ও ধীরগতি লক্ষ করা গেছে।

ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে একটু সময় লাগছে। এতে টোল প্লাজায় যানবাহনের সারি রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তবে, স্বল্প সময়ের মধ্যেই টোল দিয়ে যানবাহনগুলো সেতু পারাপার হয়ে নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে।

মাওয়া প্রান্তে দায়িত্বে থাকা পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘ঈদের দিন যানবাহনের চাপ অনেকটাই কম ছিল। তবে, আজ ঈদের দ্বিতীয় দিনে অতিরিক্ত যানবাহনের চাপ ও ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে টোল প্লাজায় এসে যানবাহনকে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। আবার, টোলের সমপরিমাণ টাকা না দেওয়ায় গাড়িকে অপেক্ষা করতে হচ্ছে। অনেকে ঈদে বাড়ি যেতে পারেনি; তারা বাড়ি যাচ্ছে। আবার অনেকে ঘুরতে যাচ্ছে পদ্মা সেতুর ওপারে। এ কারণে যানবাহনের চাপ একটু বেশি। তবে, কত কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি, সেটি এখন বলা মুশকিল।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *