ডাঃ অচিনপুরি কোরোনা আক্রান্ত ও দোয়া প্রার্থী ।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ (রেটিনা ) ও স্বনামধন্য গীতিকার ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী গত শুক্রবার কোরোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছেন। সম্প্রতি তিনি তার শরীরে কোরোনার উপসর্গ অনুভব করলে ওসমানী হাসপাতালে পরীক্ষা করালে শুক্রবারে তা পজেটিভ আসে। সিলেটের আঞ্চলিক গানে খ্যাতি অর্জনকারী ডাঃ অচিনপুরী সিলেটের বিশ্বনাথের থানার বেতসান্দি গ্রামের সন্তান। তিনি সিলেটের একমাত্র রেটিনা বিশেষজ্ঞ ও জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
কোরোনায় আক্রান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি ধর্ম বর্ন নির্বিশেষে সবার কাছে দোয়া চেয়েছেন।