জয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষ !
জয়পুরহাট সদরের পুরানা পৈল এলাকায় ট্রেন-বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকেই জন।
শনিবার সকাল ৭টায় রাজশাহীগামী উত্তরা ট্রেনের সাথে জয়পুরহাট থেকে হিলিগামী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাটের ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিরাজুল ইসলাম নিহতের খবর নিশ্চিত করেছে।
সিরাজুল ইসলাম বলেন, ‘পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে। এতে ট্রেনটি ওই বাসকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত হন ছয়জন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এই দুর্ঘটনায় আহতরা জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি আছেন।





