#দেশের খবর

ছাতা-জায়নামাজ ছাড়া আর কিছু নিয়ে যাওয়া যাবে না জাতীয় ঈদগাহে।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের ছাতা-জায়নামাজ ছাড়া সঙ্গে অন্যকিছু না আনতে বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মুহা. শফিকুল ইসলাম।

জাতীয় ঈদগাহে আসা মুসল্লিদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হবে, সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হওয়ার বিবেচনায় সবাইকে সময় নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঈদের জামাতে কোথাও কোন হামলার ঝুঁকি আছে বলে মনে করিনা। শোলাকিয়ায় যে ধরনের হামলা হয়েছে সেটি একেবারে ব্যক্তিকেন্দ্রিক। ঈদগাহের ইমামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। তাই এবার আমরা মনে করিনা এমন কোন হামলার সম্ভাবনা আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *