#দেশের খবর

গ্রাহকের ১ হাজার কো‌টি টাকা হাতিয়ে নিয়ে কোম্পানি উধাও !

ভোলায় ইউনাইটেড মাল্টিপারপারস কো-অপা‌রেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান কয়েক হাজার গ্রাহ‌কের প্রায় এক হাজার কো‌টি টাকা আত্মসাৎ করে চলে গেছে অভিযোগ উঠেছে। এসব টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন ক‌রে‌ছেন ভুক্তভোগী গ্রাহকেরা। রোববার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব ও সামসুদ্দিন মা‌র্কেটের সাম‌নে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে ভুক্তভোগী শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

সাধারণ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করায় মানববন্ধন থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আলম, তাঁর শ্বশুর আবদুল খালেক, স্ত্রী, শ্যালক ও ভাইসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ভুক্তভোগী হেলাল উদ্দিন ব‌লেন, ইউনাইটেড মাল্টিপারপারস কো-অপা‌রেটিভ সোসাইটি লিমিটেড গ্রাহকদের বেশি লাভ দেওয়ার কথা বলে প্রায় এক হাজার কো‌টি টাকা আত্মসাৎ ক‌রে গা ঢাকা দিয়েছে। তারা ভোলা, ঢাকা ও খুলনায় সম্প‌দের পাহাড় গড়েছে। গ্রাহকদের জমা করা টাকা এখন ফেরত দিতে তারা টালবাহানা করছে।

গ্রাহকেরা জানিয়েছেন, ইউনাইটেড মাল্টিপারপারস কো-অপা‌রেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান, তাঁর শ্বশুর, স্ত্রী, শ্যালক, ভাই ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সাতটি প্রতারণা মামলা করেছেন তাঁরা। এসব মামলায় বেশির ভাগ আসামির বিরুদ্ধে আদালতের আটকাদেশ আছে।

প্রায় দুই মাস আগে মামলায় মাল্টিপারপা‌সের ক‌য়েকজন জেলা কারাগারে গেলেও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মূল আসামি মঞ্জুর আলম, তাঁর স্ত্রী রোজিনা, সহযোগী ইউসুফসহ অভিযুক্তরা পলাতক আছেন। কষ্টার্জিত টাকা দ্রুত ফেরত এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *