গঠিত হলো দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন।
দুদকের এক কর্মকর্তা চাকরিচ্যুত হওয়ায় সারাদেশে আলোচনার মধ্যে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠন তৈরি হয়েছে। কমিশনের সচিবকে প্রধান উপদেষ্টা (পদাধিকার বলে) করে বুধবার এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
১৩১ সদস্যের কার্য নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন আরেক উপ-পরিচালক নজরুল ইসলাম। এ সংগঠনে দুদকের ১৮ জন পরিচালককে উপ-উপদেষ্টা করা হয়েছে।
মশিউর রহমান বলেন, “কমিশনের অনুমোদন নিয়ে এই সংগঠন করা হয়েছে। দুদকের সকল কর্মকর্তা-কর্মচারী এ সংগঠনের সদস্য হবেন।” সদস্যদের সার্বিক কল্যাণ ছাড়াও দুর্নীতি বিরোধী দেশ ও সমাজ বিনির্মাণে কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্যে পূরণে এ সংগঠন কাজ করবে বলে জানান তিনি।
ঢাকার সেগুনবাগিচায় প্রধান কার্যালয় ছাড়াও সারাদেশে দুদকের আটটি বিভাগীয় এবং ২৩টি সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির প্রায় ৮৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন।
গত বুধবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর স্বাক্ষরে এক প্রজ্ঞাপনে কমিশনের পটুয়াখালী কার্যালয়ে নিয়োজিত থাকা অবস্থায় উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। তার এই অপসারণ নিয়ে আলোচনার মধ্যে পরদিন আদেশ প্রত্যাহারের দাবিতে সচিবকে স্মারকলিপি দেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি প্রতিবাদে দুদক প্রধান কার্যালয়সহ সংস্থাটির অন্যান্য দপ্তরে মানববন্ধনও হয়। এরপর গত রোববার শরীফের বিরুদ্ধে ‘শৃঙ্খলা বহির্ভূত’ কর্মকা-ের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও দপ্তর থেকে আসা নানা অভিযোগও তুলে ধরেন সংবাদ সম্মেলনে করেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।
তবে বলে শরীফ দাবি করে আসছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল তাদের অভিযোগ আমলে নিয়ে সেসবের তদন্ত ছাড়াই তাকে অপসারণ করা হয়েছে।





